Wednesday, September 12, 2012
লক্ষ্মীপুরের রায়পুরে সকল বেসরকারি কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ধর্মঘট চলছে
লক্ষ্মীপুরের রায়পুরে শিক্ষানীতি-২০১০, চাকুরী জাতীয়করণসহ ১৭ দফা দাবি
বাস্তবায়ন করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকল বেসরকারি কলেজ,
মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মঘট চলছে। ধর্মঘটের ফলে এ অঞ্চলের সকল
উপজেলার বেসরকারি কোন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হচ্ছে না। হাইস্কুল সহ
বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলছে। গতকাল বুধবার রায়পুরে
বিভিন্ন সড়কে শিক্ষকরা রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়ে মিছিল ও সমাবেশ
করেছেন। শিক্ষকরা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে
বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক
সুদেব রঞ্জন শর্মা, শিক্ষক নেতা আবুল হোসেন, শামছুত্তাওহীদ, আলমগীর হোসেন,
মঞ্জুর কাদের ও আবুল কাশেম ভূঁইয়া প্রমূখ। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের
শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। প্রসঙ্গত ৮ সেপ্টেম্বর থেকে সারাদেশে
শিক্ষকদের আন্দোলন শুরু হয়। এরপর থেকে শিক্ষকরা বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও
স্মারকলিপি দেয়াসহ বিভিন্ন আন্দোলনে ব্যস্ত রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment