প্রেস বিজ্ঞপ্তি- ‘আমি সত্যিই পৃথিবীর পাঠশালায় এখন। দেশ ও
পৃথিবীকে ইন্টারনেটের মাধ্যমে জানাতে প্রথম আলো-গ্রামীণফোনই পৃথিবীর
চূড়ান্ত পাঠশালায় আমাদের পৌঁছাবে।’ আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার পর এ
প্রত্যয় ব্যক্ত করল শিক্ষার্থী ফজলে রাব্বী। সে রায়পুর মার্চ্চেন্টস
একাডেমীর দশম শ্রেণির ছাত্র। গত রোববার (৭ অক্টোবর) লক্ষ্মীপুরের রায়পুর
মার্চ্চেন্টস একাডেমীতে অনুষ্ঠিত ইন্টারনেট উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন, মার্চ্চেন্টস একাডেমীর সহকারি প্রধান শিক্ষক
জিল¬ুর রহমান। শিক্ষার্থীদেরকে শপথ বাক্য পাঠ করান রায়পুর রুস্তম আলী
ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী
কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর। এ সময় তিনি বলেন, দেশকে আমি খুব ভালোবাসি।
তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভালোবাসার এই দেশের আর্থসামাজিক ব্যবস্থা বদলে
দেয়া সম্ভব। প্রথম আলো-গ্রামীণফোনের এ উদ্যোগ মাইলফলক।
অনুষ্ঠানে
বক্তব্য দেন, গ্রামীণফোনের রায়পুরের টেরিটরি কর্মকর্তা একরামুল হক, প্রথম
আলো রায়পুর প্রতিনিধি এবিএম রিপন, বন্ধুসভার যুগ্ম আহবায়ক তাপস শর্ম্মা
বাপ্পি। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বন্ধুসভার আহবায়ক এম এ রহিম।
‘এসো
পৃথিবীর পাঠশালায়...’ স্কুল কলেজের শিক্ষার্থীদের এ আহবান জানিয়ে
দ্বিতীয়বারের মতো এ উৎসব শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর। উৎসবে আই-জিনিয়াসকে
প্রথম আলোর পক্ষ থেকে দেয়া হয় উপহার। গ্রামীণফোন-প্রথম আলোর পক্ষ থেকে দেয়া
হয় পদক। উৎসবস্থলে ছিল হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর, এক্সপেরিয়েন্স
জোনসহ মজার মজার উপকরণ।
উৎসবে ১২টি উচ্চ বিদ্যালয় ও ২টি কলেজের প্রায় ১
হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হল- প্রিন্সিপাল কাজী ফারুকী
স্কুল এন্ড কলেজ, রায়পুর মহিলা কলেজ, রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয়,
রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, এমএম কাদের একাডেমী, লুধুয়া এমএম উচ্চ
বিদ্যালয়, চরপাতা মুজিবুল হক একাডেমী, মোল্লারহাট উচ্চ বিদ্যালয়, চরলক্ষ্মী
জনতা উচ্চ বিদ্যালয়, রাখালিয়া উচ্চ বিদ্যালয়, রায়পুর মার্চ্চেন্টস
একাডেমী, বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়, কেএস পাবলিক উচ্চ বিদ্যালয় ও রহমানিয়া
উচ্চ বিদ্যালয়।
No comments:
Post a Comment