Sunday, September 9, 2012

ফেনীর একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোববার সকালে কামাল উদ্দিন নামে একজন মাদকাসক্ত যুবকের মুত্যু

ফেনীর একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোববার সকালে কামাল উদ্দিন (৪৫) নামে একজন মাদকাসক্ত যুবকের মুত্যু হয়েছে বলে জানা গেছে। পুলিশ চট্টগ্রামের মিরসরাইয়ের গ্রামের বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে ফেনীতে এনে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে।পুলিশ ও মাদক নিরাময় কেন্দ্র সূত্র জানায়, চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব তেমুহনী এলাকার মৃত আখতারুজ্জমানের ছেলে কামাল উদ্দিন (৪৫) দীর্ঘদিন থেকে মাদকাসক্তের কারণে অসুস্থ হয়ে পড়েন। গত ৩০ জুলাই তাঁকে ফেনীর মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘আরশী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে’ চিকিৎসার জন্য ভর্তি করা হয় নিরাময় কেন্দ্রের পরিচালক জসিম উদ্দিন জানান, পাঁচ সপ্তাহ ধরে তাঁকে ওই নিরাময় কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। গতকাল সকাল আটটার দিকে তিনি কেন্দ্রের অভ্যন্তরে বাথরুমে হাত-মুখ ধোয়ার জন্য যান। একপর্যায়ে তিনি ওই স্থানে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।তাঁর মৃত্যু নিশ্চিত হওয়ার পর মাদক নিরাময় কেন্দ্রের পক্ষ থেকে লাশ চট্টগ্রামের মিরসরাইয়ে তাঁর গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ফেনী থানার উপপরিদর্শক মো. রাশেদ খান চৌধুরী জানান, পুলিশকে না জানিয়ে লাশটি পাঠিয়ে দেওয়া ঠিক হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে কার্যক্রম গ্রহণ করা হবে।

No comments:

Post a Comment