Sunday, September 9, 2012

মেঘনার ভাঙ্গন প্রতিরোধে লক্ষ্মীপুর ফোরাম ঢাকার মানববন্ধন


মেঘনার করালগ্রাস থেকে লক্ষীপুরের কমলনগর-রামগতি উপজেলাকে রক্ষার দাবিতে লক্ষ্মীপুর ফোরাম ঢাকা এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

লক্ষ্মীপুর ফোরাম ঢাকার সভাপতি আ.ন.ম. আবুল খায়েরের সভাপতিত্বে ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের তরুণ আইনজীবী আবদুস সাত্তার পালোয়ানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ফোরাম ঢাকার সেক্রেটারী মাহমুদুর রহমান মুরাদ, বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. রিদওয়ান উল্লাহ শহিদী, ডরপ সেক্রেটারী এএইচএম নোমান, কমলনগর ফোরাম ঢাকার সভাপতি অধ্যাপক মাকছুদুর রহমান, উপকুলবার্তার সম্পাদক মো: মঈনুদ্দীন, খন্দকার মোসলেহ উদ্দীন, শামীম হাছনাইন, নুরনবী রায়হান প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন ৬৬৩ ব:কি: আয়তনের কমলনগর রামগতি উপজেলার ২৫০ কি:মি: এর বেশী মেঘনার ভাঙ্গনে বিলীন হয়ে গেছে, এভাবে ভাঙ্গতে থাকলে আগামী ২-৩ বছরের মধ্যে লক্ষীপুরের মানচিত্র থেকে নিশ্চিহ্ন হতে পারে রামগতি ও কমলনগর উপজেলা, অব্যাহত ভাঙ্গনে ৪০ টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান, বহুফসলি জমি, গাছপালা রাস্তা ঘাট, পুল কালভার্ট ব্রিজ, হাসপাতাল, ঘূর্নিঝড় আশ্রয়কেন্দ্র, মসজিদ, মন্দির, ঘরবাড়ী বহু সরকারী বেসরকারী সম্পত্তি মেঘনার ভাঙ্গনে ইতিমধ্যে বিলিন হয়। বক্তারা দ্রুত ডুবচর ডেজিং, ব্লক ফেলে ভাঙ্গন প্রতিরোধ বাঁধ দেওয়া সহ ৯ টি দাবি পেশ করেন।

1 comment: