Sunday, September 9, 2012

লক্ষ্মীপুরের বালাইশপুর ও রাধাপুরে দুটি বাড়ি পুড়িয়ে দিয়েছে মুখোশপরা সশস্ত্র সন্ত্রাসীরা

লক্ষ্মীপুর সদর উপজেলার বালাইশপুর ও রাধাপুর গ্রামে সশস্ত্র সন্ত্রাসীরা দুটি বাড়ি পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার গভীর রাতে চেয়ারম্যান কাশেম জিহাদীর সমর্থিত ৩০/৪০ জনের মুখোশপরা সশস্ত্র সন্ত্রাসীরা বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের চৌকিদার বাড়ির সেলিমের বসত ঘর এবং পাশবর্তী রাধাপুর গ্রামের কামরুল ইসলামের বসত ঘরে অগ্নিসংযোগ করে ঘরগুলো পুড়িয়ে দেয়।এ সময় প্রতিবেশীরা আগুন দেখলেও সন্ত্রাসীদের ভয়ে কেউ এগিয়ে আসেনি। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর গ্রামবাসী ঘরের আগুন নিভাতে সক্ষম হয়।চৌকিদার বাড়ির রিকশা চালক কামাল হোসেন, শাহিনুর বেগম জানান, সন্ত্রাসীরা সেলিমের বসত ঘর ও  রাধাপুর গ্রামের কামরুলের বসত ঘরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ঘর দুইটি পুড়ে ছাঁই হয়ে যায়।এ ছাড়া চেয়ারম্যান আবুল কাশেম জিহাদীর কথিত অপহরণের পর থেকে বালাইশপুর ও রাধাপুর এলাকায় নিরীহ মানুষের উপর পুলিশি হয়রানি ও তার সন্ত্রাসী বাহিনীর নির্যাতন অব্যাহত রয়েছে।গত শনিবার রাতে অস্ত্রের মুখে কাশেম জিহাদীকে কথিত অপহরণ ও  দুই দিন পর পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনার জের ধরে এ অগ্নিসংযোগ হতে পারে বলে এলাকাবাসী জানান। বাংগা খাঁর ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য মো. শাহাজাহান বলেন ৩০/৪০ জন মুখোশধারী সন্ত্রাসী রাতের গভীরে নিরীহ মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেয়। তিনি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। বশিকপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জিহাদীর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে ও তাকে পাওয়া যায়নি।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, অগ্নিসংযোগের ঘটনাটি শুনেছি। তবে কেবা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। এ ছাড়া পুলিশি হয়রানির কথা অস্বীকার করেন।

No comments:

Post a Comment