লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিএনপি
দলীয় সংসদ সদস্য নাজিম উদ্দীন আহম্মেদের গাড়ি বহরে হামলা চালিয়েছে
ছাত্রলীগ। এতে উপজেলা যুবদলের সভাপতি গিয়াস উদ্দীন পলাশ, সাধারণ সম্পাদক
কবির হোসেন কানন, পৌর যুবদলের সভাপতি আবদুর ছাত্তারসহ আট নেতাকর্মী আহত
হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে ও উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, শনিবার দুপুর
একটায় পূর্ব নির্ধারিত লক্ষ্মীপুর জেলা যুবদলের কাউন্সিলে যোগ দেয়ার জন্য
রামগঞ্জ উপজেলা বিএনপি’র নেতাকর্মীসহ স্থানীয় সংসদ সদস্য নাজিম উদ্দীন
আহম্মেদ রামগঞ্জ পৌর গোডাউন রোডে গাড়ি বহর নিয়ে জড়ো হচ্ছিলেন।কিছুক্ষণ পরেই জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দীন জিয়া, পৌর
ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মালসহ ছয়/সাতটি মোটরসাইকেল মহড়া দিয়ে
বিএনপির গাড়িবহরে হামলা চালায়।এ সময় উপজেলা যুবদলের সভাপতি গিয়াস উদ্দীন পলাশ, সাধারণ সম্পাদক কবির
হোসেন কানন, পৌর ছাত্রলীগের সভাপতি আবদুর ছাত্তারসহ আট নেতা-কর্মী আহত হয়। এ
সময় হামলাকারীরা বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে তিন রাউন্ড ফাঁকা গুলি
ছোঁড়ে।এ ব্যপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসত্মাফিজুর রহমান সুমন
জানান, এ রকম কোনো ঘটনার খবরই আমরা পাইনি। হামলায় আহতরা কোন হাসপাতালে
ভর্তি হয়েছে তা কেউ বলতে পারবে না। দলীয়ভাবে সুবিধা পেতে সংসদ সদস্য নাজিম
উদ্দীন এসব গুজব ছড়াচ্ছেন।স্থানীয় সংসদ সদস্য নাজিম উদ্দীন আহম্মেদ মোবাইলে জানান, আমাদের
শান্তিপূর্ণ গাড়ি বহরে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা
ও কয়েক রাউন্ড গুলি করে। তাদের হামলায় আমাদের আট/আট জন নেতাকর্মী আহত
হয়েছেন।রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মঞ্জুরুল হক আকন্দ ঘটনাস্থলে তদন্তে
যাওয়া এসআই আবুল কাশেম সরকারকে বারবার মোবাইলে কল দিলেও তারা রিসিভ করেননি।
No comments:
Post a Comment