Sunday, September 9, 2012

কাপিলাতলীতে খেলাকে কেন্দ্র করে দুই বিদ্যালয়ে ছাত্রদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কাপিলাতলী কে এস পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে শনিবার বিকেলে দুই বিদ্যালয়ে ছাত্রদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩৫ ছাত্র আহত হয়। জানা গেছে, খেলা সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাপিলাতলী কে এস পাবলিক উচ্চ বিদ্যালয় ও রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে এই সংর্ষের সূত্রপাত হয়। পরবর্ীতে এটি রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ ছাত্র আহত হয়। আহতদের মধ্যে ২০জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়।বিষয় নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। পরে রায়পুর ও লক্ষ্মীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সংঘর্ষের পর এলএম উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা রায়পুরে ফেরার পথে একদল সন্ত্রাসী ছাত্রদের বাইসাইকেল, মোবাইল ফোনসেট ও সোনার চেইনসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এর প্রতিবাদে ছাত্ররা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদের সংঘর্ষকে পুঁজি করে এলাকার ৫০-৭০ জনের একদল যুবক শ্রেণীর সন্ত্রাসী লুটপাটে মেতে ওঠে। তারা রায়পুরমুখী ছাত্রদের কাছ থেকে সাইকেলসহ মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরে ওই এলাকায় থেকে এলএম এর ছাত্রদের পুলিশ পাহারায় উদ্ধার করে নিয়ে আসা হয়। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।গুরুতর আহতরা হলো, ইয়াসমীন, রাফি, জীবন হোসেন, হৃদয়, মো. রিয়াজ, মো. রকি, সাজ্জাদুর রহমান, কামরুল হোসেন, তুষার, ফরহাদ হোসেন ও রাকিব। তাদের হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। আহতরা সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্র।

No comments:

Post a Comment