Saturday, September 15, 2012
শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ॥
প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি , বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী (সাবেক এম. পি ) অধ্যাপক মজিবুর রহমান সহ জামায়াতের সকল নেতৃবৃন্দের অন্যায় ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে শ্রমিক কল্যান ফেডারেশন লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি মমিন উল্যাহ্ পাটওয়ারী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি এড. এ এইচ মোঃ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারী এম. এ খায়ের আরও বক্তব্য রাখেন রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহীম মহরম আলী, সেক্রেটারী,রেজাউল হক বাবুল, বেসরকারী হাসপাতাল শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়াজি উল্যাহ ও সেক্রেটারী আবুল কালাম, রেজাউল করিম সুমন ও মনির হোসেন প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তবে বলেন,অভিলম্ভে গ্রেপ্তারকৃত সকল নেতা কর্মীদের নিঃশত্বে মুুক্তি দিতে হবে , রিমান্ডের নামে নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের করে নিন তা না হলে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এ দেশের শ্রমিক জনতাকে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment