Monday, September 10, 2012

লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক সেলিনা আক্তার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার ২০১২ সালে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক জেলা বাছাই কমিটি গত রোববার জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে তাকে শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে নির্বাচিত করেন। তিনি ২০১০ এবং ২০১১ সালেও লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তার বিদ্যালয় ২০০৯ সালে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটি নির্বাচিত হয়েছিল।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অধীনে কৃতি অভীক্ষা প্রণয়নে তিনি বিষয় বিশেষজ্ঞ হিসেবে নির্বাচিত হয়েছেন।
প্রদক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল মজুমদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম খায়ের আহমদ প্রমূখ।

No comments:

Post a Comment