Monday, September 10, 2012

লক্ষ্মীপুরে স্কুলশিক্ষক হত্যার ঘটনায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম হত্যার ঘটনায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিযেছে আদালত। চারজনকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জেলা দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান সোমবার বিকেলে এ রায় দেন।

আসামিরা হলেন- সদর উপজেলার তালহাটি গ্রামের আলী উল্লার ছেলে আনোয়ার হোসেন, ও তার ভাই দেলোয়ার হোসেন। তারা বর্তমানে পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ৭ জানুয়ারি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলামকে (৫০) গাছের ডাল কাটাকে কেন্দ্র করে তার ভাতিজা মহিউদ্দিনের সঙ্গে অপর একটি পক্ষের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ বাধলে শিক্ষক নুরুল ইসলাম এগিয়ে এলে অপর পক্ষ তোফায়েল আহম্মদের নেতৃত্বে একদল সন্ত্রাসী লোহার রড ও পাথর দিয়ে তাকে পিটিয়ে আহত করে।

পরে চট্রগ্রাম হাসপাতালে নেয়ার তিতিন মারা যান। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন। অপর আসামি নুর নবী, মো. আলম, খুরশিদ বেগম, কহিনুর বেগমকে অব্যাহতি দেয়া হয়।

No comments:

Post a Comment