লক্ষ্মীপুর সদর উপজেলায় ব্যবসায়ীর
বাড়িসহ দুই বাড়িতে ডাকাতি হয়েছে। রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে। ডাকাতরা দরজা
ভেঙ্গে ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ
টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে। এ সময় ডাকাতের হামলায় দু’জন
আহত হয়। আহতরা হলেন- সুজন পাল ও ভূলু রানী পাল।
এলাকাবাসী জানান, সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পালের বাড়িতে ব্যবসায়ী
বিপ্লবের ঘরে ও রাজাপুর গ্রামের ডাক্তার বাড়ির আবুল খায়েরের ঘরে ১০/১৫ জনের
একদল মুখোশদারী ডাকাত ডাকাতি করে। তারা ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে
সবাইকে জিম্মি করে ঘর থেকে আট ভরি স্বর্ণ, নগদ তিন লাখ ৮০ হাজার টাকাসহ
প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় বাধা দিলে ডাকাতদের হামলায়
বিপ্লবের দোকানের কর্মচারি সুজন পাল (২৫) ভূলু রানী পাল (৬৫) আহত হয়।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে রাজাপুর
গ্রামের আবুল খায়েরের ঘরে ঢুকে নগদ টাকা ও মালামাল নিয়ে পালিয়ে গেছে। এ
ব্যাপারে সদর থানার ওসি গোলাম ছরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান,
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment