Sunday, September 9, 2012

সদর পশ্চিম জামায়াতের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্টিতঃ

প্রেস বিজ্ঞপ্তি ঃ গত শুক্রবার সদর পশ্চিম জামায়াতের উদ্যোগে আয়োজিত অগ্রসর কর্মীদের নিয়ে দিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভুঁইয়া। সদর পশ্চিম জামায়াতের আমির মমিন উদ্দিন আহমাদ পাটওয়ারীর সভাপতিত্বে উক্ত সভায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মফিজুল ইসলাম । সদর পশ্চিম সেক্রেটারী মমিন উল্যাহ্ পাটওয়ারীর পরিচলনায় মহাগ্রন্থ আল-কোরআন থেকে দরস পেস করেন জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক মাওলানা আবদুর রহমান আর ও বক্তব্য রাখে জামায়াত নেতা দলিলুর রহমান বি .এস .সি , মমিনুল হক ,মাওলানা হুমায়ুন কবির, প্রভাষক আবদুল মালেক ও মাও.রফিকুল ইসলাম প্রমূখ। নেতৃবৃন্দ আরো বলেন মিথ্যা মামলা ও জুলুম নির্যাতনের  মাধ্যমে ইসলামী আন্দোলনের পথ রুদ্ধ করা যাবে না। রক্ত চক্ষু দিয়ে কখনও সত্যের আলোকে নিভৃত করা যায় না। অভিলম্ভে অন্যায় ভাবে গ্রেপ্তারকৃত সকল বিরোধীদলীয় নেতৃবৃন্দকে মুক্তি না দিলে সাধারন জনগনকে সাথে নিয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরূদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

No comments:

Post a Comment