এনপিআইয়ের গবেষকদের মতে, উ
ত্তর
মেরুর বরফ অনুমিত গতির চেয়ে দ্রুত গলছে। চলতি বছরের গ্রীষ্মে রেকর্ড
পরিমাণ বরফ গলেছে বলে বিজ্ঞানীরা দাবি করছেন। উত্তর মেরুর জমে থাকা বরফের
গলে যাওয়ার গতি বেড়ে যাওয়ায় সাগরের বড় বড় বরফখণ্ডের আকার ক্রমেই সরু হয়ে
আসছে। এতে বরফ সাগরে পানির পরিমাণও ভয়াবহ রকম বাড়ছে বলে জানান তারা।
No comments:
Post a Comment