ইকবাল হোসেন মানিক : লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মতির হাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর স্কুল ছাত্রীকে অপহরণে বাধা দেয়ায় খুন হল মা শাহিনুর আক্তার (৪৫)। আজ শুক্রবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উত্তর চর কালকিনি গ্রামের গণি হাজী বাড়িতে। এসময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বাবা স্কুল শিক্ষক হাজী আবদুল গণি। তাকে মুমূর্ষু অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, রাত আনুমানিক সাড়ে ১২টার সময় একদল সশস্ত্র সন্ত্রাসী উত্তর চর কালকিনি গ্রামের গণি হাজী বাড়িতে ডাকাতির ষ্টাইলে ঘরে প্রবেশ করে। এসময় সন্ত্রাসীরা স্কুল ছাত্রী মুন্নি আক্তার কে অপহরণের চেষ্টা চালায়। মা শাহিনুর আক্তার (৪৫) বাধা দিলে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। এসময় বাবা স্কুল শিক্ষক হাজী আবদুল গণি চিৎকার দিলে তাকে ও ছুরিকাঘাত করা হয়। পরে আশেপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এদিকে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, স্কুল ছাত্রী মুন্নী আক্তারকে বিয়ে করতে না পেরে একই গ্রামের তার চাচাত ভাই মুনছুর র্দীঘদিন থেকে তাকে উত্তক্ত্য করে আসছে। তবে দেড় মাস আগে মুন্নী আক্তারের বিবাহ হয়েছে বলে জানা গেছে। এর জের ধরে এ হত্যাকান্ডটি ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে তদন্তের পর আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। |
Saturday, September 8, 2012
ডাকাতির ছলে স্কুল ছাত্রীকে অপহরনের চেষ্টা,বাধা দেয়ায় আহত বাবা নিহত মা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment