Sunday, September 9, 2012

বিসিবি হারাল আফগানকে

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ এখন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সফর করছে। তারা প্রথম ম্যাচে সহজেই জিতেছে। গত শুক্রবার রাতে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তানের। আবহাওয়া খারাপ থাকায় ২০ ওভারের ম্যাচ ১৫ ওভারে করা হয়। আফগানিস্তানকে প্রথম ব্যাট করতে পাঠান অধিনায়ক মুশফিক রহীম। বৃষ্টিবিঘিœত আবহাওয়া খুব স্বাচ্ছন্দ্যের সাথে রান তুলতে পারেনি আফগানরা। টসজয়ী হয় বাংলাদেশ। তারা ১৫ ওভারে ৯৯ রান করে। এরপর বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল জয়ের লক্ষ্যে খেলতে নেমে দারুণ সূচনা করেন এবং তাদের ৭৬ রানের জুটির ওপর ভর করে বাংলাদেশ ৮ উইকেটের বিশাল জয় পায়। এর আগে আফগানিস্তান ২০ রানে তাদের ওপেনার করিম সাদেককে হারায়। তাকে প্যাভিলিয়নে ফেরান সাকিব আল হাসান। সেই শুরু, তার পর মাপা বোলিং ও ফিল্ডিংয়ে আফগানিস্তানের রান তোলা কষ্টকর হয়ে ওঠে। তাদের অপর ওপেনার শাহজাদ ব্যক্তিগত সর্বোচ্চ ২৯ রান করেন ২৫ বলে। এরপর বিপর্যয়। শেষ দিকে মোহাম্মদ নবী ২৬ রানে অপরাজিত থাকায় আফগানিস্তান ৯৯ রান করতে সক্ষম হয়। বাংলাদেশী পাঁচ বোলারের মধ্যে সফল ছিলেন সাকিব আল হাসান। তিনি ১৩ রানে ২ উইকেট নেন। এ ছাড়া ইলিয়াস সানি তার নির্ধারিত ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে ১ উইকেট নেন।
বাংলাদেশের দুই ওপেনার তামিম ৩৭ ও আশরাফুল ৪৭ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলেন আফগানিস্তানের সাদামাটা বোলিংয়ের বিপক্ষে। যদিও তাদের মোহাম্মদ নবী তামিম ও জিয়াউর রহমানকে আউট করেন। এ ছাড়া অপরাজিত ২৬ রান করায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান মোহাম্মদ নবী।
সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ
আফগানিস্তান ইনিংস : ৯৯/৫ (১৫ ওভার)। শাহজাদ ২৯, মোহাম্মদ নবী ২৬ অপরাজিত, গুলবদিন ১৪ অপরাজিত; সাকিব আল হাসান ২/১৩, ইলিয়াস সানি ১/৯।
বিসিবি একাদশ ইনিংস : ১০০/২ (১৪.২ ওভার)। তামিম ৩৭, আশরাফুল ৪৭ অপরাজিত, অতি ১১; মোহাম্মদ নবী ২/১১।

No comments:

Post a Comment