Tuesday, October 9, 2012

লক্ষ্মীপুরে জেলা জামায়াতের আমীরসহ ১৪ জন বেকসুর খালাস

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর রুহুল আমীন ভূঁইয়া, চররুহিতা ইউনিয়ন সভাপতি আবুল বাশার, কাজী রফিকসহ জামায়াতের ১৪ নেতাকর্মীকে আওয়ামীলীগ নেতার দায়ের করা মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক মোঃ আবদুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৩ জুন বিকেলে সদর উপজেলার রসুলগঞ্জ বাজারে জামায়াতের একটি মিছিল বের করে। এ সময় আওয়ামীলীগ নেতাকর্মীর সাথে জামায়াতের নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায়  চররুহিতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিমান চন্দ সাহা বাদী হয়ে সদর থানায় জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূঁইয়াসহ ১৪ জামায়াতের নেতাকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানীর পর বৃহস্পতিবার বিজ্ঞ আদালত এ রায় দেন।

No comments:

Post a Comment