Monday, October 15, 2012

ভবানীগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে নিহত ২ আহত-২২

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ স্কুল মাঠে শুক্রবার বিকেলে ফুটবল খেলা দেখতে গিয়ে পল্লী বিদ্যুতের ৩৩ কেভি লাইনের তারে জড়িয়ে ২ জন নিহত ও ২২ জন আহত হয়েছে। আহতদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতরা হলেন, লক্ষ্মীপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের মফিজ মিয়ার পুত্র আব্বাস উদ্দিন ও সদর উপজেলার ধর্মপুর গ্রামের আলাউদ্দিন। আহতরা হচ্ছেন, ফারুক, ইউছুপ, সজল, রুবেল, আলাউদ্দিন, রিপন, বাবুল, হিমেল, শরীফ, বাহারসহ ২২ জন। খবর পেয়ে তাৎক্ষণিক আহতদের হাসপাতালে দেখতে যান, জেলা প্রশাসক একেএম মিজানুর রহমান, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আবু তাহের, সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভবানীগঞ্জ ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রনি প্রমূখ।
পুলিশ লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী অনুষ্ঠিতব্য চলন্তিকা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা চলাকালিন সময়ে স্কুল সংলগ্ন আল্লারদান মার্কেটের ছাদের উপরে উঠে খেলা দেখার সময় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে এ হতাহতের ঘটনা ঘটে। এদিকে মর্মান্তিক এই দুঘর্টনায় আহতদের জরুরী চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়া হলে সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের নানা অব্যবস্থাপনায় চিকিৎসা কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হয়। অনেক রোগী চিকিৎসা না পাওয়ায় তাদের স্বজনরা রোগীদেরকে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়।
অপরদিকে জানা যায়, ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন মসজিদের নাম দিয়ে ৫ টাকা করে আদায় করে খেলা দেখার জন্য ছাদে ওঠার সুযোগ করে দেয়। যার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মম এই দুর্ঘটনা ঘটে।

No comments:

Post a Comment