Sunday, October 21, 2012

বাংলাদেশ সরকারের প্রতি ইউসুফ আল কারাযাভীর সতর্কবার্তা

মিশরবিজয়ী ইখওয়ানের জীবিত আধ্যাত্মিক নেতা ইউসুফ আল কারজাভি সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ সরকারের গৃহীত নানারকম কর্মকান্ড সম্পর্কে হুশিয়ারী জানিয়েছেন এই জীবন্ত কিংবদন্তি। ভিডিও বাংলাদেশ সরকারের প্রতি ইউসুফ আল কারাযাভীর সতর্কবার্তা আমার এই বক্তব্য সমাপ্ত করার আগে, বাংলাদেশে আমাদের ভাইদের সম্পর্কে কিছু কথা বলা আমার কর্তব্য। তারা আমাদের মুসলিম ভাই। একটা বিশাল মুসলিম দেশের অধিবাসী। আমাদের ভাইরা বাংলাদেশে আছে, আমাদের ভাইরা পাকিস্তানে আছে, এগুলো গুরুত্বপূর্ণ ও বড় দেশ...

No comments:

Post a Comment