তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন ড.
কামাল হোসেন ও বি, চৌধুরী। আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তারা এ মতামত
ব্যক্ত করেন। অসাম্প্রদায়িক এবং একাত্তরের স্বাধীনতার স্বপক্ষের সমমনা
ব্যক্তি, রাজনৈতিক দল ও সংগঠনের ঐক্যের ডাক দিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল
হোসেন ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী
বলেছেন, এ ঐক্য, সন্ত্রাস, হত্যা, গুম, দুর্নীতির বিরুদ্ধে। গণতন্ত্র
মুক্তি পাক ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে এ ঐক্য ।
রোববার সন্ধ্যায় র্যাডিসন হোটেলে এক চা চক্রের মাধ্যমে বর্ষীয়ান এ দুই
নেতা এ ঐক্যের ডাক দেন । অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাংবাদিক এবিএম
মুসা, মাহমুদুর রহমান মান্না, মেজর (অব.) এমএ মান্নান, কলামিস্ট আবুল
মকসুদ, জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।
No comments:
Post a Comment