Thursday, November 1, 2012

মিয়ানমারের রাখাইন প্রদেশে বৌদ্ধ রাখাইনদের হামলায় গত এক সপ্তাহে প্রায় তিনশতাধিক রোহিঙ্গা মুসলমান নিহত

মিয়ানমারের রাখাইন প্রদেশে বৌদ্ধ রাখাইনদের হামলায় গত এক সপ্তাহে প্রায় তিনশতাধিক রোহিঙ্গা মুসলমান নিহত ও প্রায় ২৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান আজ ৩১ অক্টোবর নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-

\"মিয়ানমারের রাখাইন প্রদেশে বৌদ্ধ রাখাইনদের হামলায় গত এক সপ্তাহে প্রায় তিনশতাধিক রোহিঙ্গা মুসলমান নিহত ও প্রায় ২৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। একটি মুসলিম এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। ৪ হাজার ৬ শতের অধিক বাড়ীঘর পুড়িয়ে দেয়া হয়েছে। ৫০ হাজার মুসলমান উদ্বাস্তু হয়েছে। মুসলমানদের ঘরের মধ্যে থাকতে বলে তাদের বাড়ী-ঘরে আগুন জ্বেলে দেয়া হয়েছে। রোহিঙ্গা মুসলমানদের উপর হামলা ও ক্ষয়ক্ষতির কথা মিয়ানমার সরকারও স্বীকার করেছে।

কিছুদিন পূর্বেও রোহিঙ্গা মুসলমানদের উপর যে নিধনযজ্ঞ চালানো হয়েছিল তার রেশ কাটতে না কাটতেই আবার সাম্প্রদায়িক দাংগা শুরু করা হয়েছে। এ থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, সে দেশের রোহিঙ্গা মুসলমানদের ধ্বংস করার জন্যই পরিকল্পিতভাবে বার বার সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো হচ্ছে। জাতিসংঘও রোহিঙ্গা মুসলমানদের জন্য সাহায্যের আহ্বান জানিয়েছে।

মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় ও পূনর্বাসনের পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি মিয়ানমার সরকারে ও জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা এবং বিশেষভাবে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।\"

ইন্টারনেট থেকে 

No comments:

Post a Comment