Monday, December 24, 2012

ডা:শফিকুর রহমানকে আবারো ৩ দিনের রিমান্ডে নেয়ার আদেশ

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা:শফিকুর রহমানকে আবারো ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তবে তার শারীরিক সুস্থতা নিশ্চিত করে কারা কর্তৃপক্ষ আদালতকে অবহিত করার পরই কেবল রিমান্ডে নেয়া যাবে। এর আগে তেজগাঁও থানায় দায়ের করা মামলায় ২ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেয় আদালত। গ্রেফতারের পর হাজারীবাগ থানার একটি মামলায় ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
জানা যায়, গত ৫ নভেম্বর মতিঝিল থানায় দায়ের করা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। মামলা নং হচ্ছে ৯(১১)১২। শুনানি শেষে জামিন আবেদন না মঞ্জুর করে মহানগর হাকিম আসাদুজ্জামান নূর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডা:শফিকুর রহমানের পক্ষে শুনানী করেন ঢাকা বারের সভাপতি এডভোকেট বোরহান উদ্দিন এডভোকেট আব্দুর রাজ্জাক ও এডভোকেট এসএম কামাল উদ্দিন, এডভোকেট শামসুল ইসলাম আকন্দ, এডভোকেট লুৎফর রহমান আজাদ, এডভোকেট জিল্লুর রহমান, এডভোকেট আশরাফুজ্জামান শাকিল, এডভোকেট আবুল কালাম জোয়ার্দার, এডভোকেট আজমত হোসেনসহ অর্ধশতাধিক আইনজীবী।
শুনানী শেষে এডভোকেট আবদুর রাজ্জাক বলেন, শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানী করার জন্যই তাকে মামলায় জড়িয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে। তার মতো সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তির পক্ষে গাড়ী ভাংচুরের অভিযোগ হাস্যকর। শুনানীতে আইনজীবীরা প্রশ্ন তুলেন, তার বিরুদ্ধে আর কতটা মামলায় রিমান্ড চাওয়া হবে? সবগুলো একসাথে শুনানী করলে সকলেরই সময় বাচতো।
এর আগে গত ১৪ ডিসেম্বর তাকে হাজারীবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। গত ১২ ডিসেম্বর শেষ রাতে রাজধানীর ধানমণ্ডির নিজ বাসা থেকে ডা. শফিকুর রহমানকে আটক করের্ যাব।

No comments:

Post a Comment