Monday, December 24, 2012

কেন্দ্রীয় নেতৃবৃন্দের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুর শহর শিবিরের বিক্ষোভ ॥

প্রেস বিজ্ঞপ্তি ঃ ছাত্রশিবির কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক হাফেজ শাহীনুর রহমান ও ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি সাজ্জাদ হোসাইন সহ ৫০ নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর শহর শিবির। শহর সভাপতি আব্দুল আউয়াল রাসেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক জেলা শিবির সভাপতি মহসিন কবির মুরাদ, সাবেক জেলা সেক্রেটারী মমিন উল্যাহ পাটওয়ারী, শহর সেক্রেটারী হারুনুর রশিদ, শিবির নেতা ফয়ছল আহম্মদ, ফয়েজ আহমদ প্রমুখ। বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে বক্তব্যে শহর সভাপতি বলেন, বর্তমান সরকার সম্পূর্ন অন্যায়ভাবে মধ্যযুগীয় কায়দায় জামায়াত শিবিরের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। তিনি অবিলম্বে অবৈধ ট্রাইবুনাল বাতিল করে জামায়াত শিবিরের সকল নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন।

No comments:

Post a Comment