Sunday, December 16, 2012

সদর পশ্চিম জামায়াতের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্টিতঃ

একটি মিমাংশিত ইস্যুে ইস্যু বানিয়ে ইসলামী আন্দোলনের নেতৃত্বকে অন্যায় ভাবে আটক রেখেছে সরকার -মমিন উদ্দিন আহমাদ পাটওয়ারী প্রেস বিজ্ঞপ্তি ঃ গতকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্জাপন কেন্দ্রীয় নানা কর্মসূচীর মধ্যে লক্ষ্মীপুর সদর পশ্চিম জামায়াতের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্টিত হয় স্থানীয় অডিটোরিয়ামে। সদর পশ্চিম জামায়াতের আমীর মমিন উদ্দিন আহমাদ পাটওয়ারীর সভাপতিত্বে উক্ত সভায় বিষেশ অতিথির বক্তব্য রাখেন থানা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার মমিনুল হক । সেক্রেটারী মমিন উল্যাহ্ পাটওয়ারীর পরিচলনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা কর্মপরিষদ সদস্য প্রভাষক মাওলানা হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা হোসাইন আহমাদ মেলেটরী, মাহফুজুর রহমান বি .এস .সি, শ্রমিক কল্যান ফেডারেমন সদর পশ্চিম, সভাপতি গোলাম মোস্তফা , ছাত্রশিবির সভাপতি রাকিব হোসেন, জামায়াত নেতা মনির হোসেন মিলন , আলমগীর হোসেন, মাষ্টার কবির হোসেন পাটওয়ারী ও মাও.শামছুল ইসলাম প্রমূখ। ত্রিশলক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে হলে দরকার সৎ ও যোগ্য নেতৃত্ব আর সৎ নেতৃত্ব ইসলাম ছাড়া অন্যকোন উপায়ে অর্জন সম্ভব নয় । আর তাই জামায়াত, ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করে দেশ ও জাতীকে মুক্ত করতে চায়। যারা মানুষকে জুজুর ভয় দেখায় তারাই জামায়াতের বিরুদ্ধে নানা কুৎসা রটনা করে আর নিজেরা বিরোধীদের দমনের নামে রাজপথে বিশ্বজিতকে নিয়ে হলি খেলায় মেতে উঠে এই জাতিকে দেওয়ার তাদের কাছে আর কিছু নেই তাদের কাছ থেকে মানুষ মুক্তিচায়। নেতৃবৃন্দ আরো বলেন তাই তারা একটি মিমাংশিত ইস্যুে ইস্যু বানিয়ে ইসলামী আন্দোলনের নেতৃত্বকে অন্যায় ভাবে আটক রেখেছে মিথ্যা মামলা ও জুলুম নির্যাতনের মাধ্যমে ইসলামী আন্দোলনের পথ রুদ্ধ করা যাবে না। অভিলম্ভে অন্যায় ভাবে গ্রেপ্তারকৃত সকল বিরোধীদলীয় নেতৃবৃন্দকে মুক্তি না দিলে সাধারন জনগনকে সাথে নিয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরূদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

No comments:

Post a Comment