Thursday, December 6, 2012

সারাদেশে হরতালে জামায়াত-শিবিরের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদ লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ

লক্ষ্মীপুুর প্রতিনিধি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাকায় সরাদেশে হরতাল চালাকালীন অবস্থায় জামায়াত-শিবিরের উপর ছাত্রলীগ ও পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর আলোকে লক্ষ্মীপুর শহর জামায়াতের উদ্যোগে গতকাল সকাবেলায় লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনীতে এক বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি ঢাকা-রায়পুর মহাসড়ক প্রদক্ষিন শেষে তেমুহনী গোল চত্তরে এক সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়াতের নায়েবে আমীর সরদার সৈয়দ আহম্মদ। এসময় উপস্থিত ছিলেন শহর শিবির সভাপতি আব্দুল আউয়াল রাসেল চৌধুরী, শহর জামায়াতের সেক্রেটারী মোঃ শামছুল ইসলাম, জেলা শিবির সভাপতি আলী হোসেন মুরাদ, সেক্রেটারী রেজাউল ইসলাম সুমন, জামায়াত নেতা মাওলানা নাছির উদ্দিন মাহমুদ, মহসিন কবির মুরাদ, আবুল ফারাহ নিশান প্রমূখ। এছাড়াও সদর পশ্চিম জামায়াত ইসলামীর উদ্যোগে একই দাবীতে বিক্ষোভ করেন। সদর পশ্চিম জামায়াত নেতা মমিন উদ্দিন আহম্মদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি মহাসড়কসহ দালালবাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মমিনুল হক, মমিন উল্যাহ পাটওয়ারী, শহর শিবির সেক্রেটারী মুঃ হারুনুর রশিদ, শিবির সভাপতি নুরুল হুদা, সদর উত্তর সভাপতি আনোয়ার হোসাইন প্রমূখ। অন্যদিকে সদও পূর্ব জামায়াত বটতলী নামক স্থানে বিক্ষোভ করে। এসময়উপস্থিত ছিলেন জামায়াত নেতা নুরুল্যাহ খন্দকার, নুর মোঃ রাসেল, মাষ্টার মোস্তঢফা, মাওঃ সিরাজুল ইসলাম, মাওঃ আব্দুল হাই, মাওঃ হেদায়েত উল্যাহ, কবির আহম্মদ খান, শিবির সভাপতি আবু বকর ছিদ্দিক, দত্তপাড়া সভাপতি আব্দুল বাতেন প্রমূখ। নেতৃবৃন্দ বলেন জামায়াতের ডাকা হরতালে যে সকল পুলিশ ছাত্রলীগ ক্যাডারদের সাথে দলীয় ভূমিকা পালন করেছে আমরা তাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসকল কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানান নেতারা। এছাড়াও আগামীতে রাজপথের আন্দোলনে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহবান জানান।

No comments:

Post a Comment