Thursday, December 6, 2012

শিবিরের উপর ছাত্রলীগ ও পুলিশী হামলার তীব্র নিন্দা সকাল সন্ধা হরতাল সফল করায় লক্ষ্মীপুরবাসীকে জেলা জামায়াতের অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি \ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত অবৈধ ট্রাইবুনাল বাতিল, শীর্ষ নেতাদের মুক্তির দাবীতে সমাবেশ করতে না দেয়ায় আজ সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে সকাল সন্ধা হরতাল সফল করায় লক্ষ্মীপুরবাসীকে অভিনন্দন জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর সদর পশ্চিম আমীর মমিন উদ্দিন পাটওয়ারী ও সেক্রেটারী মমিন উল্যাহ পাটওয়ারী এক বিবৃতিতে বলেন আজকের হরতাল সফল হওয়ায় প্রমাণ করে সরকারের প্রতি সাধারণ জনগনের কোন আস্থা নেই। এই জন্য জামায়াতের সাথে সাধারণ জনগনও হরতাল সমর্থনে রাজপথ দখল করে নিয়েছে। এদিকে ছাত্রলীগ ক্যাডাররা মটর সাইকেল মোহড়া দিয়ে পুরো শহর আতঙ্ক সুষ্টি করে, মানুষের ঘর-বাড়ী ভাংচুর করে, বেড়ির মাথায় সমাজ কল্যাণ পাঠাগারসহ বিভিন্ন স্থানে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতারা। এবং বিভিন্ন স্থানে বিনা উস্কানীতে জামায়াত শিবিরের উপর পুলিশী হামলা ও বিনাঅপরাধে আটক করায় তীব্র নিন্দা জানান। বর্তমান বাকশালী সরকার অন্যায়ভাবে জামায়াতের শীর্ষ নেতাদের প্রহসনের বিচার করতে চায়, তাই এই সৈরাচারী সরকারকে প্রতিরোধ করতে আরো কঠোর হরতাল-অবরোধ সফল করার জন্য সদর পশ্চিম দালালবাজারসহ লক্ষ্মীপুর বাসীর প্রতি আহবান জানান নেতৃবৃন্দ। লক্ষ্মীপুর থেকে আটককৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্তে মুক্তির দাবী জানান।

No comments:

Post a Comment