Friday, April 19, 2013
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূনর্বহাল, “আমার দেশ” সম্পাদক জনাব মাহমুদুর রহমান ও ড্যাব মহা সচিব প্রফেসর ডঃ জেড এম জাহিদ হোসেন এর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী
প্রেস বিজ্ঞপ্তি
লক্ষ্মীপুরস্থ বিভিন্ন পেশাজীবীদের মত বিনিময় সভা। অদ্য ০৩/০৪/১৩ইং বিকাল ৪.০০ ঘটিকায় লক্ষ্মীপুরস্থ রোজ গার্ডেণ চাইনীজ রেষ্টুরেন্ট এ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূনর্বহাল, “আমার দেশ” সম্পাদক জনাব মাহমুদুর রহমান ও ড্যাব মহা সচিব প্রফেসর ডঃ জেড এম জাহিদ হোসেন এর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এডভোকেট সৈয়দ মোঃ ফখরুল আলম নাহিদের আহবানে ও ডাঃ আবদুল করিম মিঠু’র পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় বিভিন্ন পেশার বিপুল সংখ্যক স্বনামধন্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাছিবুর রহমান, লক্ষ্মীপুর জেলা বি.এম.এ এর সেক্রেটারী ডাঃ আবু খালেদ মোঃ ইকবাল, ডাঃ আরিফ হোসেন, ডাঃ নাজমুল হোসেন, প্রফেসর শাহনেওয়াজ শানু, জেলা আইনজীবী সমিতির সহ সম্পাদক এড. আতিক উল্যা জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এডভোকেট আহমেদ ফেরদাউস মানিক, দত্তপাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব নুরুল আলম বুলবুল, বিশিষ্ট সাংবাদিক দৈনিক আমার দেশ প্রতিনিধি মোঃ কাউছার, বিশিষ্ট সাংবাদিক আব্বাস হোসেন, সাইফুল ইসলাম স্বপন, নুরুল আমিন শিকদার প্রমুখ।
মত বিনিময় সভায় বক্তারা অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক দৈনিক আমার দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও ড্যাব মহা সচিব প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এর মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। তাহারা অবিলম্বে কারাবন্দি রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূনর্বহালের দাবী জানান।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment