Friday, April 19, 2013

সদর পশ্চিম জামায়াতের উদ্যোগে গনবিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিতঃ





প্রেস বিজ্ঞপ্তি ঃ বিগত  আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে ও দেশব্যপী গনহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল লক্ষ্মীপুরে  সদর পশ্চিম জামায়াতের উদ্যোগে স্থানীয় দালাল বাজারের ঢাকা- রায়পুর মহাসড়কে গনবিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত। সদর পশ্চিম জামায়াতেরআমীর মমিন উদ্দিন আহমাদ পাটওয়ারীর  নেতৃত্বে উক্ত মিছিলে উপস্থিত ছিলেন সেক্রেটারী মমিন উল্যাহ্ পাটওয়ারী, মাষ্টার মমিনুল হক, প্রভাষক মাওলানা হুমায়ুন কবির,
বীর মুক্তিযোদ্ধা হোসাইন আহমাদ মেলেটরী, আবুল বাশার,প্রভাষক মোবারক হোসাইন, শিবির নেতা হাফেজ কামরুল হাসান, আবু জাফর প্রমূখ ।

No comments:

Post a Comment