Thursday, June 6, 2013

রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নির্যাতন করে পতন ডেকে এনেছে সরকার - ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতিসহ গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে গতকাল বুধবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে -সংগ্রাম

প্রেস বিজ্ঞপ্তি।
ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, মেধাবী নির্দোষ ছাত্র নেতৃবৃন্দকে গ্রেফতার ও নির্যাতন করে সরকার নজীরবিহীন বর্বরতার পরিচয় দিয়েছে। ছাত্রশিবিরের দেশ ও ইসলাম রক্ষার আন্দোলনে ভীত হয়ে পড়েছে এ সরকার। তাই কাপুরুষোচিত নির্যাতন চালানো হচ্ছে। ছাত্রশিবিরের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে দুর্বলতা মনে করবেন না। যদি নিপীড়নমূলক কার্যক্রম অব্যাহত রাখা হয় তাহলে আমরা আরো কঠোর ও টানা কর্মসূচির মাধ্যমে সরকার পতনের একদফা আন্দোলন বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। তখন ফ্যাসিস্ট এ আওয়ামী সরকারের পালানোর পথটুকুও বন্ধ করে দেয়া হবে।
কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, সাহিত্য সম্পাদক মো. ইয়াছিন আরাফাতসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় রিমান্ডের নামে নির্যাতনের প্রতিবাদে গতকাল বুধবার ইসলামী ছাত্রশিবির রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে।
ঢাকা মহানগরী পূর্ব : রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। দুপুর ১টার সময় খিলাগাঁওয়ে ফ্লাইওভারের নিচ থেকে শুরু হয়ে মিছিলটি বাসাবো গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শাখা সভাপতি রাসেদুল হাসান রানা, সেক্রেটারি রিয়াজুল হক রিয়াজ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক সোহেল রানা মিঠু, প্রচার সম্পাদক তাসলিম আলমসহ শাখার অন্য নেতৃবৃন্দ।
ফেনী শহর : শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দীন মানিককে মিথ্যা মামলায় গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে তার নিজ জেলা ফেনীতে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র শিবির। মিছিলে নেতৃত্ব দেন শিবিরের শহর সেক্রেটারি মাঈনুল ইসলাম যোবায়ের। মিছিলটি সকালে শহরের খেজুর চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফেনী বড় মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এছাড়াও মিছিলের অগ্রভাগে ছিলেন শিবিরের জেলা সভাপতি জাহেদ হোসাইন, শহর অর্থ সম্পাদক নাজমুস সাকিব, প্রচার সম্পাদক আরফান উদ্দিন প্রমুখ ।
লক্ষ্মীপুর শহর : বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর শহর শিবির। শহর সভাপতি আব্দুল আউয়াল রাসেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তারা বলেন, জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে ইসলামী আন্দোলন দমানো যাবে না। ছাত্রশিবির কঠোর আন্দোলনের মাধ্যমে নেতৃবৃন্দকে মুক্ত করে আনবে।

No comments:

Post a Comment