Thursday, June 6, 2013

১৮ দলের হরতালের সমর্থনে লক্ষ্মীপুর সদর পশ্চিম জামায়াতের উদ্যোগে দালাল বাজারে মিছিল ঃ

প্রেস বিজ্ঞপ্তি ঃ তত্বাবধায়ক সরকার, জাতীয় নেতাদের মুক্তি, তারেক রহমানের জামিন বাতিল ও সভা সমাবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে ১৮ দলের হরতালের সমর্থনে লক্ষ্মীপুর সদর পশ্চিম জামায়াতের উদ্যোগে ঢাকা রায়পুর মহাসড়কের দালাল বাজারে বিক্ষোভ মিছিল । সদর পশ্চিম জামায়াতের  সেক্রেটারী মমিন উল্যাহ্ পাটওয়ারীর নেতৃত্বে  উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, থানা  জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক আবদুল মালেক, বীর মুক্তিযোদ্ধা হোসাইন আহমাদ মেলেটরী, দালাল বাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা তোফায়েল আহম্মদ, ছাত্রশিবির সভাপতি হাফেজ কামরুল হাসান,শরিফ হোসাইন ,মনোয়ার হোসেন রুস্তম, জামায়াত নেতা মাও. আবদুল কুদ্দুছ , মাস্টার জয়নাল আবেদীন, আবদুল মতিন, ডা: মাইন উদ্দিন মিন্টু প্রমূখ। বক্তাগন বলেন  অভিলম্ভে তত্বাবধায়ক সরকারের জাতীয় দাবী মেনে নিবাচন দিন ভাল কাজ করলে জনগন রায়দিবে, জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, মাওলানা একে এম ইউছুপ, মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী ও শিবির সভাপতি দেলোয়ার হোসেন সহ জাতীয় সকল নেতাদের মুক্তি দিয়ে ফ্যাসিবাদী আচরন ত্যাগ করুন।  সভা সমাবেশ নিষিদ্ধ  করে পতন ডেকাতে পারবেন না জনগন মাঠে নেমেছে জনতার ছোখের ভাষা না বুঝলে চরম মূল্য দিতে হবে। সামনে লাগাতার হরতাল অবরোধের মাধ্যমে এ জালিম সরকারের পতন নিশ্চত করা হবে।

No comments:

Post a Comment