Monday, September 10, 2012

গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা সমাপ্ত লক্ষ্মীপুরে ফুটবলে জেলা চ্যাম্পিয়ন রূপাচরা হাই স্কুল

স্কুল ও মাদ্রাসা সমিতির আয়োজনে লক্ষ্মীপুর জেলার ৪১ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। রোববার জেলা ষ্টেডিয়ামে জেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বালকদের ফুটবল ফাইনাল খেলায় কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সদর উপজেলার রূপাচরা সফি উল্যা উচ্চ বিদ্যালয়।
খেলা শেষে সন্ধ্যা ৬ টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক একেএম মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করেন। এ সময় তিনি শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে পড়ালেখার পাশাপাশি শিশুদের খেলাধূলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। কারণ শিশুরা খেলাধূলায় মনোযোগী হলে মাদকাসক্ত হওয়ার ভয় কম থাকে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল্যাহ।
জেলা শিক্ষা অফিসার মোঃ গিয়াস উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ১২ নং চরশাহী ইউপি চেয়ারম্যান গোলজার মোহাম্মদ, রূপাচরা সফি উল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। উল্লেখ্যঃ ফুটবল ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন রূপাচরা সফি উল্যা উচ্চ বিদ্যালয়ের অধিনায়ক ও গোলরক্ষক ফজলে রাব্বি গুরুতর আহত হয়। 

1 comment: