Sunday, June 9, 2013
আগামী কালের হরতালের সমর্থনে লক্ষ্মীপুর সদর পশ্চিম জামায়াতের উদ্যোগে দালাল বাজারে মিছিল ঃ
প্রেস বিজ্ঞপ্তি ঃ জাতীয় নেতাদের মুক্তি, সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রৃহসনের রায় ও সভা সমাবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকে দেশব্যাপী আগামী কালকের সকাল সন্ধা হরতালের সমর্থনে লক্ষ্মীপুর সদর পশ্চিম জামায়াতের উদ্যোগে ঢাকা রায়পুর মহাসড়কের দালাল বাজারে তিন শতাধিক জনতার উপস্থিতিতে বিক্ষোভ মিছিল আনুষ্টিত। সদর পশ্চিম জামায়াতের আমীর মমিন উদ্দিন আহমাদ পাটওয়ারীর নেতৃত্বে উক্ত মিছিলে উপস্থিত ছিলেন সেক্রেটারী মমিন উল্যাহ্ পাটওয়ারীর , থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাষ্টার মমিনুল হক, প্রভাষক মাওলানা হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা হোসাইন আহমাদ মেলেটরী, মাওলানা আবুল বাশার , দালাল বাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা তোফায়েল আহম্মদ, ছাত্রশিবির সভাপতি হাফেজ কামরুল হাসান, আবু জাফর, জামায়াত নেতা মনির হোসেন মিলন , আলমগীর হোসেন, আশরাফ বাবুল শরিফ হোসাইন ,মনোয়ার হোসেন রুস্তম, জামায়াত নেতা মাও. আবদুল কুদ্দুছ , মাস্টার জয়নাল আবেদীন, আবদুল মতিন, ডা: মাইন উদ্দিন মিন্টু প্রমূখ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment