Thursday, July 4, 2013
শপথ নিলেন মিসরের অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মনসুর
মিসরের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি আদলি মনসুর।
মিসরীয় সেনাবাহিনী দেশটির প্রথবারের মতো অনুষ্ঠিত অবাধ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুৎ করার কয়েক ঘণ্টা পর আদলি নেতৃত্ব গ্রহণ করলেন।
সাংবিধানিক আদালতে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয।
সামরিক ডিক্রি অনুযায়ী, নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত মনসুর দায়িত্ব পালন করে যাবেন। তবে নতুন প্রেসিডেন্ট কবে নির্বাচিত হবেন, তার তারিখ এখনো ঠিক করা হয়নি।
তিনি শপথে বলেন, ‘আমি প্রজাতন্ত্র রক্ষার এবং সংবিধান ও আইন এবং দেশের স্বার্থ সমুন্নত রাখার শপথ গ্রহণ করছি।’
আজ বৃহস্পতিবার নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্তব্যে আদলি মনসুর সশস্ত্র বাহিনী ও মিসরীয় জনগণের প্রশংসা করে বলেন, ‘শাসকের উপাসনা’ করার দিন শেষ হয়ে গেছে।
কয়েক দিন ধরে ব্যাপক বিক্ষোভের মধ্যে সেনাবাহিনী মুরসিকে অপসারণ করে। তিনি এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন।
সেনাবাহিনী জানিয়েছে, মুরসি ‘জনগণের দাবি পূরণে ব্যর্থ হয়েছে।’ সেনাবাহিনী প্রধান জেনারেল আবদেল-ফাত্তাহ আল-সিসি বুধবার রাতে সংবিধান স্থগিত করার কথা ঘোষণা করেন।
মুরসি সেনাবাহিনীর এই পদক্ষেপকে ‘পূর্ণাঙ্গ অভ্যুত্থান’ হিসেবে অভিহিত করেন।
আদলি মাত্র চার দিন আগে সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রধান পদে নিযুক্ত হয়েছিলেন। আর তাকে ওই পদে নিযুক্ত করেছিলেন সদ্য বরখাস্তকৃত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।
৬৭ বছর বয়স্ক আদলি তিন সন্তানের জনক। তিনি ফ্রান্সের মর্যাদাসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইকোল ন্যাশনাল ডি ল অ্যাডমিনিস্ট্রিশন থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছিলেন। তিনি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হোসনি মোবারকের আমলে দীর্ঘদিন বিচারকের দায়িত্ব পালন করেছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment