Saturday, October 12, 2013

কেয়ারটেকার সরকার এবং ১৮ দলের র্শীষনেতাদের মুক্তির দাবীতে লক্ষ্মীপুরের দালালবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ॥



প্রেস বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসাবে  লক্ষ্মীপুর সদর পশ্চিম জামায়াতের উদ্যোগে ঢাকা রায়পুর মহাসড়কের দালাল বাজারে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। সদর পশ্চিম জামায়াতের আমীর মমিন উদ্দিন আহমাদ পাটওয়ারীর নেতৃত্বে উক্ত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন  সেক্রেটারী মমিন উল্যাহ্ পাটওয়ারীর। উপস্থিত ছিলেন থানা  জামায়াতের কর্মপরিষদ সদস্য মাষ্টার মমিনুল হক,কাজী রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হোসাইন আহমাদ মেলেটরী,আবুল বাশার, ছাত্রশিবির সভাপতি হাফেজ কামরুল হাসান,আবু জাফর ,শরিফ হোসাইন ,মনোয়ার হোসেন রুস্তম, জামায়াত নেতা  আশরাফ বাবুল, আবু বকর সিদ্দিক, মাও. আবদুল কুদ্দুছ , মাস্টার জয়নাল আবেদীন,অধ্যাপক আবদুল মলেক প্রমূখ সহ সহশ্রাদিক নেতা কর্মী। বক্তাগন বলেন, জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, মাওলানা একে এম ইউছুপ, মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মুজাহিদ ও শিবির সভাপতি দেলোয়ার হোসেন সহ জাতীয় সকল নেতাদের মুক্তি দিয়ে ফ্যাসিবাদী আচরন ত্যাগ করুন। আন্তর্জাতিক ও দেশীয় সকল মহলের প্রত্যাখাত এই বিতর্কিত ট্রাইবুনাল বাতিল সহ এর সকল কার্যক্রম বন্ধ করতে হবে, কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। তা নাহলে সামনে লাগাতার হরতাল অবরোধের মাধ্যমে এ জালিম সরকারের পতন নিশ্চত করা হবে।

No comments:

Post a Comment