Saturday, June 8, 2013

সারাদেশে অব্যাহত গণনির্যাতন ও গণগ্রেফতারের তীব্র নিন্দা কোন বৈঠক হলেই তা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক বলে চালিয়ে দেয়া হয় - মকবুল আহমদ

songram   সারাদেশে অব্যাহত গণনির্যাতন ও গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ গতকাল শুক্রবার বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, সরকার বিরোধী দলের আন্দোলন দমনের উদ্দেশ্যে সারাদেশে গণগ্রেফতার অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় গতকাল কুমিল্লার দেবীদ্বার উপজেলা আমীর প্রফেসর আব্দুস সালাম, পৌর আমীর মুমিনুল ইসলাম পাঠান, জামায়াত নেতা গোলাম মোস্তফাসহ ২৭ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। জামায়াতে ইসলামীর সাংগঠনিক বৈঠক চলাকালে তাদের গ্রেফতার করা হয়েছে। জামায়াত একটি বৈধ এবং জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। তিনি বলেন, সরকার জামায়াত নেতা-কর্মীদের গ্রেফতার করার ক্ষেত্রে একটি বাহানা আবিষ্কার করেছে তা হল, কোন বৈঠক হলেই তাকে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক বলে চালিয়ে দেয়া। জামায়াতে ইসলামী কোন ধরনের নাশকতা বা গোপন তৎপরতায় বিশ্বাস করে না। এ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই জামায়াতে ইসলামীর দলীয় কর্মকা-ে প্রতিবদ্ধকতা সৃষ্টি করছে। সরকারের বিরুদ্ধে যাতে কার্যকর গণআন্দোলন গড়ে উঠতে না পারে সেজন্য নানা ছলছুতোয় জামায়াত নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। গত বৃহস্পতিবারও ঝিনাইদহ জেলায় বিভিন্ন স্থানে এবং ছাত্রাবাসে হানা দিয়ে জামায়াত ও ছাত্রশিবিরের ১৩ জন নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ছাত্রাবাসে হামলা চালিয়ে তারা কম্পিউটার, ল্যাপটপ, টাকাপয়সা ও মূল্যবান আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, সরকার তার ব্যর্থতা ঢাকার জন্য যতই দমন-পীড়ন চালাক না কেন জনগণের গড়ে ওঠা আন্দোলন কিছুতেই দমন করতে পারবে না। বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে পুনরায় ক্ষমতায় আসার খায়েশ জনগণ কোনদিনই পূরণ হতে দেবে না। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, দেশের জনগণ আজ সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।
তিনি অবিলম্বে সকল চক্রান্ত-ষড়যন্ত্র প্রত্যাহার করে, গণগ্রেফতার, গণনির্যাতন বন্ধ ও আটক সকল নেতা-কর্মীদের মুক্তি, কেয়ারটেকার সরকারব্যবস্থা পুনর্বহাল ও মিথ্যা মামলা প্রত্যাহার করে জনগণের দাবি মেনে নিয়ে পদত্যাগ করে শুভবুদ্ধির পরিচয় দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Thursday, June 6, 2013

১৮ দলের হরতালের সমর্থনে লক্ষ্মীপুর সদর পশ্চিম জামায়াতের উদ্যোগে দালাল বাজারে মিছিল ঃ

প্রেস বিজ্ঞপ্তি ঃ তত্বাবধায়ক সরকার, জাতীয় নেতাদের মুক্তি, তারেক রহমানের জামিন বাতিল ও সভা সমাবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে ১৮ দলের হরতালের সমর্থনে লক্ষ্মীপুর সদর পশ্চিম জামায়াতের উদ্যোগে ঢাকা রায়পুর মহাসড়কের দালাল বাজারে বিক্ষোভ মিছিল । সদর পশ্চিম জামায়াতের  সেক্রেটারী মমিন উল্যাহ্ পাটওয়ারীর নেতৃত্বে  উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, থানা  জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক আবদুল মালেক, বীর মুক্তিযোদ্ধা হোসাইন আহমাদ মেলেটরী, দালাল বাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা তোফায়েল আহম্মদ, ছাত্রশিবির সভাপতি হাফেজ কামরুল হাসান,শরিফ হোসাইন ,মনোয়ার হোসেন রুস্তম, জামায়াত নেতা মাও. আবদুল কুদ্দুছ , মাস্টার জয়নাল আবেদীন, আবদুল মতিন, ডা: মাইন উদ্দিন মিন্টু প্রমূখ। বক্তাগন বলেন  অভিলম্ভে তত্বাবধায়ক সরকারের জাতীয় দাবী মেনে নিবাচন দিন ভাল কাজ করলে জনগন রায়দিবে, জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, মাওলানা একে এম ইউছুপ, মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী ও শিবির সভাপতি দেলোয়ার হোসেন সহ জাতীয় সকল নেতাদের মুক্তি দিয়ে ফ্যাসিবাদী আচরন ত্যাগ করুন।  সভা সমাবেশ নিষিদ্ধ  করে পতন ডেকাতে পারবেন না জনগন মাঠে নেমেছে জনতার ছোখের ভাষা না বুঝলে চরম মূল্য দিতে হবে। সামনে লাগাতার হরতাল অবরোধের মাধ্যমে এ জালিম সরকারের পতন নিশ্চত করা হবে।

মতিউর রহমান মল্লিক

১৯৬৫ সালের পহেলা মার্চ বাগেরহাট জেলার বারুইপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন মতিউর রহমান মল্লিক। তিনি খুলনা অঞ্চলের বিভিন্ন ঐতিহ্যবাহী মাদরাসা, বাগেরহাট পিসি কলেজ ও সর্বশেষ ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে বাংলা বিভাগে পড়ালেখা করেন। ১৯৭৮ সালে ঢাকায় সমমনা সাংস্কৃতিক কর্মীদের নিয়ে গড়ে তোলেন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী।  সভাপতির দায়িত্ব পালন করেন সাহিত্য সংগঠন 'বিপরীত উচ্চারণের'। ১৯৭৮ সালে তার প্রথম গীতিকবিতার সংকলন ‘ঝংকার’ প্রকাশিত হয়। তারপর একে একে প্রকাশ পায় তার কাব্যগ্রন্থ...

রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নির্যাতন করে পতন ডেকে এনেছে সরকার - ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতিসহ গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে গতকাল বুধবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে -সংগ্রাম

প্রেস বিজ্ঞপ্তি।
ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, মেধাবী নির্দোষ ছাত্র নেতৃবৃন্দকে গ্রেফতার ও নির্যাতন করে সরকার নজীরবিহীন বর্বরতার পরিচয় দিয়েছে। ছাত্রশিবিরের দেশ ও ইসলাম রক্ষার আন্দোলনে ভীত হয়ে পড়েছে এ সরকার। তাই কাপুরুষোচিত নির্যাতন চালানো হচ্ছে। ছাত্রশিবিরের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে দুর্বলতা মনে করবেন না। যদি নিপীড়নমূলক কার্যক্রম অব্যাহত রাখা হয় তাহলে আমরা আরো কঠোর ও টানা কর্মসূচির মাধ্যমে সরকার পতনের একদফা আন্দোলন বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। তখন ফ্যাসিস্ট এ আওয়ামী সরকারের পালানোর পথটুকুও বন্ধ করে দেয়া হবে।
কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, সাহিত্য সম্পাদক মো. ইয়াছিন আরাফাতসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় রিমান্ডের নামে নির্যাতনের প্রতিবাদে গতকাল বুধবার ইসলামী ছাত্রশিবির রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে।
ঢাকা মহানগরী পূর্ব : রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। দুপুর ১টার সময় খিলাগাঁওয়ে ফ্লাইওভারের নিচ থেকে শুরু হয়ে মিছিলটি বাসাবো গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শাখা সভাপতি রাসেদুল হাসান রানা, সেক্রেটারি রিয়াজুল হক রিয়াজ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক সোহেল রানা মিঠু, প্রচার সম্পাদক তাসলিম আলমসহ শাখার অন্য নেতৃবৃন্দ।
ফেনী শহর : শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দীন মানিককে মিথ্যা মামলায় গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে তার নিজ জেলা ফেনীতে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র শিবির। মিছিলে নেতৃত্ব দেন শিবিরের শহর সেক্রেটারি মাঈনুল ইসলাম যোবায়ের। মিছিলটি সকালে শহরের খেজুর চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফেনী বড় মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এছাড়াও মিছিলের অগ্রভাগে ছিলেন শিবিরের জেলা সভাপতি জাহেদ হোসাইন, শহর অর্থ সম্পাদক নাজমুস সাকিব, প্রচার সম্পাদক আরফান উদ্দিন প্রমুখ ।
লক্ষ্মীপুর শহর : বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর শহর শিবির। শহর সভাপতি আব্দুল আউয়াল রাসেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তারা বলেন, জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে ইসলামী আন্দোলন দমানো যাবে না। ছাত্রশিবির কঠোর আন্দোলনের মাধ্যমে নেতৃবৃন্দকে মুক্ত করে আনবে।

Friday, April 19, 2013

সদর পশ্চিম জামায়াতের উদ্যোগে গনবিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিতঃ





প্রেস বিজ্ঞপ্তি ঃ বিগত  আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে ও দেশব্যপী গনহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল লক্ষ্মীপুরে  সদর পশ্চিম জামায়াতের উদ্যোগে স্থানীয় দালাল বাজারের ঢাকা- রায়পুর মহাসড়কে গনবিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত। সদর পশ্চিম জামায়াতেরআমীর মমিন উদ্দিন আহমাদ পাটওয়ারীর  নেতৃত্বে উক্ত মিছিলে উপস্থিত ছিলেন সেক্রেটারী মমিন উল্যাহ্ পাটওয়ারী, মাষ্টার মমিনুল হক, প্রভাষক মাওলানা হুমায়ুন কবির,
বীর মুক্তিযোদ্ধা হোসাইন আহমাদ মেলেটরী, আবুল বাশার,প্রভাষক মোবারক হোসাইন, শিবির নেতা হাফেজ কামরুল হাসান, আবু জাফর প্রমূখ ।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূনর্বহাল, “আমার দেশ” সম্পাদক জনাব মাহমুদুর রহমান ও ড্যাব মহা সচিব প্রফেসর ডঃ জেড এম জাহিদ হোসেন এর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী


                                    প্রেস বিজ্ঞপ্তি
লক্ষ্মীপুরস্থ বিভিন্ন পেশাজীবীদের মত বিনিময় সভা। অদ্য ০৩/০৪/১৩ইং বিকাল ৪.০০ ঘটিকায় লক্ষ্মীপুরস্থ রোজ গার্ডেণ চাইনীজ রেষ্টুরেন্ট এ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূনর্বহাল, “আমার দেশ” সম্পাদক জনাব মাহমুদুর রহমান ও ড্যাব মহা সচিব প্রফেসর ডঃ জেড এম জাহিদ হোসেন এর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এডভোকেট সৈয়দ মোঃ ফখরুল আলম নাহিদের আহবানে ও ডাঃ আবদুল করিম মিঠু’র পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় বিভিন্ন পেশার বিপুল সংখ্যক স্বনামধন্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাছিবুর রহমান, লক্ষ্মীপুর জেলা বি.এম.এ এর সেক্রেটারী ডাঃ আবু খালেদ মোঃ ইকবাল, ডাঃ আরিফ হোসেন, ডাঃ নাজমুল হোসেন, প্রফেসর শাহনেওয়াজ শানু, জেলা আইনজীবী সমিতির সহ সম্পাদক এড. আতিক উল্যা জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এডভোকেট আহমেদ ফেরদাউস মানিক, দত্তপাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব নুরুল আলম বুলবুল, বিশিষ্ট সাংবাদিক দৈনিক আমার দেশ প্রতিনিধি মোঃ কাউছার, বিশিষ্ট সাংবাদিক আব্বাস হোসেন, সাইফুল ইসলাম স্বপন, নুরুল আমিন শিকদার  প্রমুখ।
মত বিনিময় সভায় বক্তারা অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক দৈনিক আমার দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও ড্যাব মহা সচিব প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এর মিথ্যা মামলা প্রত্যাহার ও  গণহত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। তাহারা অবিলম্বে কারাবন্দি রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূনর্বহালের দাবী জানান।

Wednesday, December 26, 2012

লক্ষ্মীপুর হলিহার্টে স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতা ঃ লক্ষ্মীপুর হলিহার্ট রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ গত সোমবার নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়ির সহ সভাপতি অধ্যাপক মোল্লা মিজানুর রহমান গোলন্দাজ, সেক্রেটারী আনোয়ার হোসেন পাটওয়ারী, জয়েন্ট সেক্রেটারী ও লক্ষ্মীপুর বন্ধন প্রপার্টিজ লিমিটের ব্যবস্থাপনা পরিচালক মমিন উল্যাহ পাটওয়ারী, উপাধ্যক্ষ (প্রশাসন) মাওলানা নুরুল্যাহ খন্দকার, উপাধ্যক্ষ (শিক্ষা) রাজিয়া সুলতানা, শিক্ষক মিরাজ হোসাইন, সাইফুল ইসলাম, অভিভাবক আজীম ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী মোঃ আজীম প্রমূখ। অধ্যক্ষ অভিভাকদের উদ্যেশে তার বক্তব্যে বলেন হলিহার্ট রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিটি শিক্ষার্থীকে সু শিক্ষা দিতে সক্ষম হয়েছি। এবং আগামীতে সু শিক্ষাসহ দেশ গড়ার মানুষিকতা তৈরীর কবরতে আমরা বদ্ধপরিকর। অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেনীতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়াও গত ১৬ ডিসেম্বর ািবজয় দিবসে কুচকাওয়াজে ২য় স্থান অধিকারীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।